logo

SM HOMOEOPATHY MEDICAL CENTER

Infertility (বন্ধ্যাত্ব)



ব্রণ ও বাধকের হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভকারী রোগীলিপি-৩


SM ID-4932 [MV-4; CHV-7] নামঃ মিসেস মু.... বয়সঃ ২১ বছর, বিবাহিতা, গ্রামঃ...... , টাংগাইল। তারিখঃ ২২/০৮/২০২১ ইং। প্রধান রোগ লক্ষণঃ ১. মুখে ব্রণ, ৯ বছর যাবৎ, ফেস ওয়াশ, ফেয়ার এন্ড লাভলী সহ বিভিন্ন কসমেটিকস ব্যবহার করেছে, কোন লাভ হয় নি। ব্রণে ব্যথা হয়, গরম মনে হয়। ব্রণ উঠার সময় লাল হয়ে ওঠে। জ্বালা করে। স্পর্শ কাতর। ২. মাথার চাদিতে স্পন্দন হয়। ৩. বিয়ে হয়েছে ৮ বছর যাবৎ, স্বামী বিদেশ ছিল, কোন বাচ্চা হয় নি। চেষ্টা চলছে, হচ্ছে না। অতীত রোগ ইতিহাসঃ দাদ ছিল, মলম ব্যবহার করে সাড়ানো। বংশগত রোগ ইতিহাসঃ পাওয়া যায় নি। মানসিক লক্ষণঃ ক্ষণ রাগী, হতাশা গ্রস্থ, একাকী থাকতে ভালো লাগে না, পরিস্কার পরিচ্ছন্নতা ভালো লাগে, সন্দেহ প্রবণ, স্বামীকে অযথা সন্দেহ করে, রাতে ঘুমানোর আগে ঘরের দরজা বার বার উকি দিয়ে দেখে। ভয়ঃ শব্দে, সাপের। আবহাওয়া কাতরতাঃ শীত ও গরম, উভয় কাতর। খাদ্যঃ ঝাল প্রিয়। চর্মঃ ঘাম বেশি। আঁচিলঃ নাই। প্রদরঃ নাই, মাসিকঃ নিয়মিত হয় না, মাসিকের আগে ব্যথা হয়, পরিমাণে কম, কালো চাপ চাপ রক্ত পড়ে। মলঃ শক্ত, সকালে ১বার হয়। প্রস্রাবঃ স্বাভাবিক। ঘুমঃ কম। স্বপ্নঃ ঝগড়া, মল-মুত্র ত্যাগ করতে দেখে, সাপ দেখে দৌড়ে পালায়। ঔষধঃ ২২/৮/২০২১ঃ Belladona 200; ৭ দিন পর Calcarea Carb 1M ১৯/৯/২০২১ঃ Lac Can 1M; ৭ দিন পর Graphaitis 1M, ১৫ দিন পর Bovista 1M. ২৩/১০/২১ঃ Silicia 200; ২৫/১১/২১ঃ Sulp 1M, ৭ দিন পর Alumina 1M ১৮/০১/২০২২ঃ Bell 30; Cimicifuga 200 ৮/২/২২ঃ Bell 1M, Thuja M/2 ৮/২/২২ তারিখে এসে জানায় কনসেপ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, এরপর আর আসেনি। এরমধ্যে তার ব্রণ মিলিয়ে গেছে, মাসিক নিয়মিত হয়েছে। মাসিকের আগে ব্যথা আর হচ্ছেনা। এটা আল্লাহ তা’লার অপার মেহেরবাণী যে, তাঁর একান্ত মেহেরবাণীতে শুন্য কোলজুরে সন্তান আসার খবর এসেছে। আল্লাহ তা'লা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সু-খবর দান করেছেন। সুতরাং “ সব কিছুর মালিক আল্লাহ, আর উনি যা চান তাই করতে পারেন, আমাদেরকে তাঁর কাছেই প্রত্যাবর্তন করতে হবে” ।
আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।


logo

চিকিৎসক
মো. আব্দুস সাত্তার হোমিওপ্যাথ, +8801729117347

logo

চিকিৎসক
ডাঃ ইবনে আসাদ আল মামুন
বিবিএ(মার্কেটিং-NU), ডিএইচএমএস, (ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক, নং- ৩৬৬৬৩
+8801772363283

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM