logo

SM HOMOEOPATHY MEDICAL CENTER

Infertility (বন্ধ্যাত্ব)



বাধকের হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভকারী রোগীলিপি-৪


SM ID-5045;[CH-V-7; MV-4;] নামঃ লি.... বেগম- বয়স- ১৭ বছর। স্বামীঃ আ...., গ্রাম - বেরীপটল, থানাঃ কালিহাতী, জেলাঃ টাংগাইল। তারিখঃ ২৬-১০-২০২১ ইং।
প্রধান সমস্যাঃ
১। বাধক- ৬ বছর যাবৎ, মাসিকের আগে ব্যথা শুরু হয়। মাসিক শুরু হলে ব্যথা কমে। রক্তের রঙ কালো, চাকা চাকা, গন্ধ আছে। মাসিক দিনে শুরু হয়, ৫-৬ দিন থাকে।
২। পেটে গ্যাস আছে।
৩। প্রস্রাবের রাস্তায় চুলকানী আছে, গরম পানিতে উপশম। ৪। বাচ্চা হচ্ছে না।
অতীত রোগ ইতিহাসঃ
নাই মানসিক অবস্থাঃ রাগী, একাকী থাকতে ভালোবাসে, আত্বীয়-স্বজন, লোকজন ভালো লাগে না, বাচ্চা হওয়ার আশা করে, দুশ্চিন্তা করে।
ভয়ঃ সাপের ভয়, চোরের ভয়, ছেলে মানুষ দেখলে ভয় পায়। খাদ্যঃ মিষ্টি আগে প্রিয় ছিল, এখন না; ঠান্ডা খাবার পছন্দ, টক খাবার প্রিয়, তৈলাক্ত খাবার প্রিয়। ক্ষুধাঃ বেশি, পিপাসাঃ বেশি।
আবহাওয়া কাতরতাঃ গরম কাতর, ঠান্ডা পানিতে গোসলে আরাম।
হাত-পাঃ পা জ্বালা করে, শীতের দিনে পা ফাটে। ডান পায়ের গোড়ালীতে বাক (জোয়াইরা) ধরে। দিনে বাড়ে।
চড়মঃ ঘাম বেশী, পাখার বাতাস চায়।
প্রস্রাবঃ গরম, জ্বালা আছে। মলঃ স্বাভাবিক, দিনে ৩ বার হয়। ঘুমঃ স্বাভাবিক স্বপ্নঃ সাপ দেখে, অন্যের বাচ্চা হতে দেখে। ভুত দেখে। লক্ষণাবলী পরযালোচনা করে তাকে Ustilego Midis 1M; Natrum Mure 0/2; Ars alb 0/2 + Agnust Cast Q দেয়া হয়েছিল। পরে ২০২২ এর জুন মাসে এসেছিল নরমাল ডেলিভারীর ঔষধ নেয়ার জন্য। জুলাই, আগষ্টের ঔষধ নিয়েছিল, তার পর আর আসেনি। গত ২৩/১২/২০২২ তারিখে তার মা এসে বলে ৯ দিন আগে মেয়ে বাচ্চা হয়েছে।


logo

চিকিৎসক
মো. আব্দুস সাত্তার হোমিওপ্যাথ, +8801729117347

logo

চিকিৎসক
ডাঃ ইবনে আসাদ আল মামুন
বিবিএ(মার্কেটিং-NU), ডিএইচএমএস, (ঢাকা)
গভ. রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক, নং- ৩৬৬৬৩
+8801772363283

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM