বিগত সালগুলোর ডিএইচএমএস পরীক্ষার প্রশ্ন ও তার উত্তর
বিগত সালগুলোর ডিএইচএমএস ভর্তি পরীক্ষার প্রশ্ন ও তার উত্তর
2018, 2017, 2016, 2015
বর্ষ: চতুর্থ বর্ষ [দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও] সময়: ৩ ঘণ্টা [দ্রষ্টব্যঃ সকল প্রশ্নের মান সমান। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও] সময়-৩ ঘন্টা পূর্ণমান-৭৫ [দ্রষ্টব্যঃ সকল প্রশ্নের মান সমান। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও]
সময়: ৩ ঘন্টা [দ্রষ্টব্যঃ সকল প্রশ্নের মান সমান। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও]সার্জারী - ২০১৮
বিষয় কোড: ৪০৬
সময়: ৩ ঘণ্টা
পূর্ণমান: ৭৫
(খ) জীবাণুমুক্তকরণ পদ্ধতিসমূহ ছক আকারে লিখ।
(গ) হেমোরেজ এর সংজ্ঞা লিখ। উদাহরণসহ ইহার শ্রেণিবিভাগ কর।
(খ) ইহার লক্ষণাবলি বর্ণনা কর।
(গ) ইহার জটিলতা, হোমিও এবং সার্জিক্যল চিকিৎসা লিখ।
(খ) গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডেনাল আলসারের পার্থক্য লিখ।
(গ) ইহার জটিলতা ও ব্যবস্থাপনা বর্ণনা কর।
(খ) ক্যাটারাক্ট এর লক্ষণাবলী বর্ণনা কর।
(গ) ম্যাচিউর ও ইমম্যাচিউর ক্যাটারাক্ট এর পার্থক্য ও চিকিৎসা লিখ।
(খ) ডিওডেনাল আলসার পারফোরেশনের লক্ষণাবলি লিখ।
(গ) ইহার ব্যবস্থাপনা বর্ণনা কর।
(খ) ইহার লক্ষণাবলি ও জটিলতাসমূহ উল্লেখ কর।
(গ) হেমাচুরিয়ার সংজ্ঞা ও কারণসমূহ লিখ।
(খ) ইহার কারণ ও লক্ষণাবলি লিখ।
(গ) হার্নিয়া ও হাইড্রোসিলের তুলনা কর।
- (ক) ন্যাজাল পলিপ
- (খ) অস্টিওমাইলাইটিস
- (গ) কর্নিয়াল আলসার
- (ঘ) বার্ন চিকিৎসায় "রুল অব নাইন"
- (ঙ) ফাইমোসিস
সার্জারী - ২০১৭
পূর্ণমান: ৭৫
(খ) হেমোরেজ এর সংজ্ঞা ও উদাহরণসহ প্রকারভেদ লিখ।
(গ) রক্ত সঞ্চালনের পাঁচটি ক্ষেত্র ও নিয়মাবলী লিখ।
(খ) ইহার লক্ষণ ও সাইনগুলি উল্লেখ কর।
(গ) এন্টেরিক পারফোরেশন-এর স্থান কারণসহ লিখ।
(খ) রেনাল ক্যালকুলাস এর লক্ষণাবলী লিখ।
(গ) কিডনী স্টোনের কারণ, ইনভেস্টিগেশন ও চিকিৎসা লিখ।
(খ) সিএসওএম এর দুইটি টাইপের পার্থক্য লিখ।
(গ) সি.এস.ও.এম (ক্রনিক সাপুরেটিভ অটাইটিস মিডিয়া)-এর জটিলতাসমূহ উল্লেখ কর।
(খ) ইহার লক্ষণাবলী বর্ণনা কর।
(গ) কর্নিয়াল আলসারের শ্রেণীবিভাগ ও জটিলতা লিখ।
(খ) অর্কাইটিস ও টরশন অব টেস্টিসের পার্থক্য লিখ।
(গ) হেমাচুরিয়ার সংজ্ঞা ও কারণগুলি লিখ।
- (ক) আইভি ফ্লুইড ইনফিউশনের ৫টি ক্ষেত্র
- (খ) রিটেনশন অব ইউরিনের ৫টি কারণ
- (গ) হেমাটেমেসিস ও মেলিনার ৫টি কারণ
- (ঘ) একিউট টনসিলাইটিসের ৫টি জটিলতা
- (ঙ) মেচিউর ক্যাটারাক্ট এর ৫টি সাইন
সার্জারী - ২০১৬
প্রশ্নসমূহঃ
(খ) বিশোধন কাকে বলে? শল্যবিদ্যায় বিশোধনের গুরুত্ব আলোচনা কর।
(গ) পোড়াক্ষতের সংজ্ঞা দাও এবং ইহার জটিলতাসমূহ লিখ।
(খ) কলিলিথিয়াসিসের ব্যবস্থাপনা লিখ।
(গ) গ্যাস্টিক আলসার ও ডিওডেনাল আলসারের মধ্যে লিখ।
(খ) বিনাইন ও ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্য লিখ।
(গ) স্তন টিউমারের ক্লিনিক্যাল ফিচার বর্ণনা।
(খ) গ্যাংগ্রীন ও নেক্রোসিসের মধ্যে পার্থক্য লিখ।
(গ) ড্রাই ও ময়েস্ট গ্যাংগ্রীনের চিকিৎসা লিখ।
(খ) পাইলোরিক স্টেনোসিসের কারণ লিখ।
(গ) পাইলোরিক স্টেনোসিসের ব্যবস্থাপনা লিখ।
(খ) গ্লকোমা কি? গ্লুকোমার প্রকারভেদ লিখ।
(গ) ন্যাজাল পলিপের কারণ এবং ব্যবস্থাপনা লিখ।
(ক) শক,
(খ) এনাল ফিসার,
(গ) হাইড্রোসিল,
(ঘ) ক্যাটারাক্ট,
(ঙ) ম্যালেনা।
(ক) গ্যাংগ্রীন- টিস্যুর ক্ষত/টিস্যুর পুঁজ ও রক্তস্রাব/ মৃত টিস্যুর গলন ও পচন।
(খ) এপিস্টাকসিস- নাক দিয়ে রক্ত পড়া/মুখ দিয়ে রক্ত পড়া/মলদ্বার দিয়ে রক্ত পড়া।
(গ) রুল অব নাইন- আঘাত নির্ণয়ের কার্যকর পন্থা/ ক্ষতের পরিমাণ নির্ণয়ের কার্যকর পন্থা/ পোড়ার পরিমাণ নির্ণয়ের কার্যকর পন্থা।
(ঘ) হার্নিয়া- পেশির বৃদ্ধি/চামড়ার বৃদ্ধি/অন্ত্রের বৃদ্ধি।
(ঙ) ডি-হাইড্রেশনের কারণ- ডায়রিয়া/কলেরা/উভয়ই।
(চ) প্যানক্রিয়াটাইটিস- প্যানক্রিয়াসের প্রদাহ/পিত্তথলির প্রদাহ/লিভারের প্রদাহ।
(ছ) বার্ন - পোড়াক্ষত/বাষ্পক্ষত/ক্ষত।
(জ) এ্যাপেন্ডিসাইটিস- অন্ত্রের প্রদাহ/কিডনীর প্রদাহ/এপেনডিক্স-এর প্রদাহ।
(ঝ) হেমাচুরিয়া- নাকে রক্তপাত/মুত্রপথে রক্তপাত/পায়ুপথে রক্তপাত।
(ঞ) এনাল ফিসার- দুই প্রকার/তিন প্রকার/ চার প্রকার।
(ট) কার্বাংকাল- দুষ্টব্রণ/ফোঁড়া/ক্ষত।
(ঠ) সিস্টাইটিস- মূত্রথলির প্রদাহ/ মূত্রথলিতে পাথর/ ওভারীতে সিস্ট।
(ড) ম্যাস্টাইটিস- স্তনের টিউমার/স্তনে প্রদাহ/স্তনবৃন্ত ফেটে যাওয়া।
(ঢ) ট্রান্সফিউশান- স্যালাইন সঞ্চালন/রক্ত সঞ্চালন/ প্লাজমা সঞ্চালন।
(ণ) নন- ইউনিয়ন- হাড় জোড়া লাগা/ হাড় জোড়া না লাগা/ হাড় বিকৃতিভাবে জোড়া লাগা।
সার্জারী - ২০১৫
পূর্ণমান: ৭৫
(খ) সার্জিক্যাল যন্ত্রপাতী বিশোধনের পদ্ধতিগুলো বর্ণনা কর।
(গ) রক্তক্ষরণের লক্ষণাবলী লিখ।
(খ) শক এর লক্ষণাবলি ও জটিলতাসমূহ লিখ।
(গ) শকের ব্যবস্থাপনা লিখ।
(খ) কলিস ফ্যাকচারের ব্যবস্থাপনা লিখ।
(গ) অস্থিভঙ্গের জটিলতা বর্ণনা কর।
(খ) একিউট এ্যপেন্ডিসাইটসের লক্ষণাবলী লিখ।
(গ) গ্যাস্টিক আলসার ও ডিওডিনাল আলসারের পার্থক্য লিখ।
(খ) ইংগুইনাল হার্ণিয়ার ব্যবস্থাপনা লিখ।
(গ) হার্ণিয়া ও হাইড্রোসিলের মধ্যে পার্থক্য লিখ।
(খ) গ্লুকোমার সংজ্ঞা দাও। ইহার লক্ষণাবলী লিখ।
(গ) টনসিলাইটিসের ব্যবস্থাপনা ও চিকিৎসা লিখ।
- (ক) ময়েস্ট গ্যাংগ্রীন
- (খ) হাইড্রোসিল
- (গ) বিশোধন
- (ঘ) কনজাংটিভাইটিস
- (ঙ) ম্যাস্টাইটিস
(ক) হেমাচুরিয়া- নাকে রক্তপাত/ মুত্রপথে রক্তপাত/ পায়ুপতে রক্তপাত
(খ) ফ্রাকচার- হাঁড় ফেটে যাওয়া/ হাঁড় ভেঙ্গে যাওয়া/ হাঁড় থেতলে যাওয়া
(গ) রেনালষ্টোন- মুত্রথলিতে পাথর/ মূত্রনালীতে পাথর/ বৃক্কের মধ্যে পাথর
(ঘ) হেমাটেমেসিস- কফের সাথে রক্ত/ বমির সাথে রক্ত/ মলের সাথে রক্ত
(ঙ) ন্যাজাল পলিপ- কানের রোগ/ গলার রোগ/ নাকের রোগ
(চ) এনিমিয়া- রক্তের শুন্যতা/ রক্তের স্বল্পতা/ উভয়টি
(ছ) ইউরেথ্রাইটিস- মুত্রথলির প্রদাহ/ জিহ্বার প্রদাহ/ কানের প্রদাহ
(জ) হার্ণিয়া- পেশীর বৃদ্ধি/ চামড়ার বৃদ্ধি/ অস্ত্রের বৃদ্ধি
(ঝ) এপেন্ডিক্টমী- এপেন্ডিক্স কেটে বাদ দেয়া/ চোখের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি/ চোখের ভিতরে প্রদাহ
(ঞ) সন্ধির প্রদাহ- আর্থাইটিস/ অস্টিওমাইলাইটিস/ মেনিনজাইটিস
(ট) সাইনোসাইটিস- নাকের প্রদাহ/ মুখের প্রদাহ/ সাইনাসের প্রদাহ
(ঠ) পিত্তথলী- রক্তের রিজার্ভার/ পিত্তের রিজার্ভার/ কোনটাই না
(ড) ট্রান্সফিউশন- স্যালাইন সঞ্চালন/ রক্ত সঞ্চালন/ প্লাজমা সঞ্চালন
(ঢ) ঝলসানো ক্ষতের কারণ- তপ্ত তরল/ উত্তপ্ত ধাতু/ অগ্নিশিখা
(ণ) সালফিউরিক এসিড হলো- কার্ডিয়াক/ করোসিভ/ স্নায়ুবিক বিষ