হোমিওপ্যাথি চিকিসায় আরোগ্য
SM ID- 6426: CHv-8; MV-6; admission Dt: 6-10-2022;
প্রধান সমস্যাবলিঃ
২. প্রস্রাবে সমস্যা, ঠিকমত হয় না, ঘন ঘন প্রস্রাবের বেগ, দিনে রাতে একই রকম (১ঘন্টা পর পর হয়)।
৩. প্রস্রাব আটকে ধরে, লিংগের গোড়ালিতে ব্যথা।
৪. মাজার হাড় বাড়তি, ৭-৮ মাস যাবৎ, ব্যথা থামে না, চলমান।
৫. এনাল ফিশার, ২ বছর আগে অপারেশন করা হয়েছে, অপারেশনের স্থানে আবারো ব্যথা।
অতীত রোগ ইতিহাসঃ ছোট সময়ে ঠান্ডা, কাশি জ্বর হতো, ১০-১৫ বছর আগে গলায় টনসিল অপারেশন করে গলার বিচি কেটে ফেলে দিয়েছে।
মানসিক অবস্থাঃ মেজাজ গরম, মনে থাকে কম, খিটখিটে।
খাদ্যঃ গরুর গোস্ত ও মিষ্টি প্রিয়, শুটকি মাছ প্রিয়, ঠান্ডা খাবার প্রিয়, দুধ সহ্য হয় না, আলগা লবন খায় না।
আবহাওয়া কাতরতাঃ গরমএ ঠান্ডা-কাশি বাড়ে, গরমকাতর।
হাত-পাঃ নখ সমান, পরিস্কার।
চর্মঃ ঘাম প্রচুর, স্বাদ- নোনতা, গরমে বাড়ে।, আঁচিল আছে- নিরেট, শক্ত।
ঘুমঃ নাই বললেই চলে, স্বপ্নঃ মৃতব্যক্তি দেখে।
মলঃ স্বাভাবিক।
প্রস্রাবঃ প্রস্রাবে সমস্যা, ঠিকমত হয় না, ঘন ঘন প্রস্রাবের বেগ, দিনে রাতে একই রকম (১ঘন্টা পর পর হয়)। প্রস্রাব আটকে ধরে, লিংগের গোড়ালিতে ব্যথা।
তাকে Thuja Oc 30, 1M, CM Medorhin 1M, Argent Nit 2c বিভিন্ন সময়ে লক্ষনানুযায়ী সেবন করতে দেয়া হয়েছে।
এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অপার মেহেরবানী যে রোগি ৭-৮ মাস যাবত বড় বড় MBBS এর কাছে ঘুরে ঘুরে অবস্থা আরও খারাপ হওয়ের দিকে যাওয়ার পরও আল্লাহ রাব্বিল আ লামীন প্রায় ৩ মাসের চিকিৎসায় রোগ যাতনার কষ্ট থেকে দ্রুত সুস্থ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রোগি আমার বাল্যকালের ক্লাসমেট, গত ১৩-১-২০২৩ তারিখে দেখা করে বলল " মেডিকেল টেস্ট করিয়েছি, আল্লাহ কবুল করলে সৌদি যাব, রিপোর্ট সব নরমাল,এখন আর কোন ব্যথা, ঘন প্রস্রাব নাই।" আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।