logo

SM HOMOEOPATHY MEDICAL CENTER

Infertility (বন্ধ্যাত্ব)



বন্ধ্যাত্ব এমন একটি অবস্থা যখন স্বামী-স্ত্রী'র একাধিক প্রচেষ্ট সত্ত্বেও নারী গর্ভধারণ করে না। বর্তমানে বাংলাদেশে বন্ধ্যাত্বের হার ২০ শতাংশ। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো জরিপ নেই। দেখা যায়, এসব নিঃসন্তান দম্পতির মধ্যে ৪০ শতাংশ ক্ষেত্রে স্ত্রী এবং একই সংখ্যক স্বামীদের শারীরিক সমস্যা থাকে। ১০ ভাগ ক্ষেত্রে দুজনেরই সমস্যা থাকে। [সুত্র- সিন্ড্রেলা- বুধবার । র্মাচ ২৭, ২০২৪ । ১৩ চৈত্র, ১৪৩০- বণিক বার্তা]

লক্ষণঃ বন্ধ্যাত্বের প্রধান লক্ষণ হচ্ছে গর্ভধারণ না করা। যদিও অন্যান্য কোন লক্ষণ বা চিহ্ন সুস্পষ্ট হয়ে না দেখা যায় তারপরও একজন পুরুষ ও মহিলার কিছু কারণ প্রকাশ পেতে পারে, যেমন-

মুল কারণঃ- সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার ডায়াথেসিস

আনুষঙ্গিক কারণঃ

মহিলাদের ক্ষেত্রেঃ

  1. অনিয়মিত মাসিক, বেদনাদায়ক মাসিক।
  2. অতিরিক্ত রজঃস্রাব, রক্তের রং কাল, চাপ চাপ বা প্রচুর পরিমাণে লালচে।
  3. অতিরিক্ত শ্বেতপ্রদর
  4. প্রস্রাবে জ¦ালাপোড়া, গরম বা ঠান্ডা প্রস্রাব, পরীক্ষায় Pus Cell & Epithelial Cell high HPF এর উপস্থিতি।
  5. বংশগত গণরিয়া, টিউবারকুলোসিস।
  6. কোন জটিল রোগ চাপা পড়া।
  7. বয়স ৩৫ বা তার বেশি হওয়া এবং ছয় মাস বা তার বেশি সময় ধরে গর্ভধারণের চেষ্টা করা।
  8. বার বার মিসক্যারেজ বা গর্ভপাত হওয়া।
  9. ডায়াবেটিসে আক্রান্ত থাকা।
  10. হেপাটাইটিস এ আক্রান্ত থাকা।
  11. অতিরিক্ত মোটা হবার প্রবণতাযুক্ত থাকা বা উল্লেখযোগ্যভাবে কম ওজন হওয়া।
  12. পরীক্ষায় এন্ডোমেট্রিওসিস বা পেলভিক প্রদাহজনিত রোগের মতো অবস্থা নির্ণিত হয়েছে এমন।
  13. ক্যান্সারের ২য় স্টেজ পার হয়ে গেছে এমন অবস্থা।
  14. অ্যালকোহলের অত্যধিক ব্যবহার, ধূমপান, জর্দা, গুল বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের কুফল।

এছাড়াও বিভিন্ন ধরনের চিকিৎসা বা ঔষধ যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে, যেমনঃ-

এছাড়াও কিছু ওষুধের পাশাপাশি ওষুধ রয়েছে যা মহিলাদের বন্ধ্যাত্বকে প্রভাবিত করতে পারে যেমনঃ-

পুরুষদের ক্ষেত্রেঃ-

  1. শুক্রাণুর সংখ্যা কম বা শুক্রাণুর সঙ্গে অন্য কোনো সমস্যা।
  2. টেস্টিকুলার, প্রোস্টেট বা যৌন সমস্যার ইতিহাস।
  3. বংশগত বন্ধ্যাতের ইতিহাস।
  4. বহুগামিতার ফলে প্র¯্রাবের রাস্তায় জ¦ালাপোড়া, সিফিলিস, গণরিয়ার কুফল বা নেশা জাতীয় দ্রব্য যেমন- ইয়াবা, হেরোইন, আফিম, অতিরিক্ত জর্দা, ধুমপানের কুফল।
  5. অন্ডকোষের ক্ষুদ্রতা বা অন্ডকোষের প্রদাহ, আঘাতের ফলে বা অন্য কোন কারণে এপিডিডাইমাইটিস।
  6. যৌন রোগে আক্রান্ত হওয়া।
  7. অতিরিক্ত এলকোহলের ব্যবহার।
  8. ভারী ধাতু, কীটনাশক এবং হার্বিসাইডের মতো বিষের এক্সপোজার

কিছু চিকিৎসা শর্তও বিদ্যমান, যা পুরুষ বন্ধ্যাত্বের কারণ হতে পারে। যেমনঃ-

বিভিন্ন ওষুধ এর ব্যবহার-

  1. কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি, বা ক্যান্সারের চিকিৎসা।
  2. রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA) বা আলসারেটিভ কোলাইটিস (UC) এর জন্য ব্যবহৃত ওষুধ।
  3. গাঁজা এবং কোকেনের মতো বিনোদনমূলক ওষুধ।
  4. অ্যানাবলিক স্টেরয়েড, যা অ্যাথলেটিক পারফরম্যান্স বা হরমোনের সমস্যা যেমন বিলম্বিত বয়ঃসন্ধিতে সাহায্য করতে পারে।
  5. উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত ক্যালসিয়াাম চ্যানেল ব্যবহার।
  6. ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্টস।

রোগানুসন্ধানঃ-

প্রতিরোধঃ-

ব্যবস্থাপনাঃ-

ঔষধঃ নিম্নলিখিত হোমিওপ্যাথি ঔষধ যথাযথভাবে প্রয়োগ ও সেবনের মাধ্যমে বন্ধ্যাত্ব অবস্থা থেকে আল্লাহর রহমতে মুক্তি পাওয়া সম্ভব।

  1. Aurum Metalicum:-
  2. Agnust Cast:-
  3. Bufo Rana:-
  4. Cantharis:-
  5. Cimicifuga:-
  6. Conium Mac:-
  7. Damiana:-
  8. Murex:-
  9. Pulsetilla:-
  10. Sarsaperilla:-
  11. Salix Nigra:-
  12. Shyphilinum:-

Dr. Md. Al Mamun
DHMS (FHMCH), Dhaka
BHMEC Reg: 36663.
Chember: SM Homeopathy Medical Center , Elenga Bustand and Potol Bazar, Kalihati, Tangail

বাধকের হোমিওপ্যাথি চিকিৎসায় আরোগ্য লাভকারী রোগীলিপি-১


০৮/০৯/২০১৭, আই ডি নং ৫১৩, .... বেগম ঠিকানা - ঘড়িয়া, কালিহাতি, টাংগাইল, সৌদি প্রবাসিনী, বাচ্চা হয় না বলে ঔষধ নিয়েছিলেন, লক্ষণ সমুহ বিবেচনা করে Nat Mur 1M, Kali Carb 1M, Aurum Met 1M, 10M, Agnust Cast Q দেয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আজ তার আআত্মীয়ের মাধ্যমে জানতে পারলাম, ঔষধ সেবন এর ১.৫ বছর পরে ১ টি মেয়ে হয়েছে, আবার সন্তান সম্ভবা। আল্লাহ তাকে সুন্দর সুস্থ সন্তান দান করুন।


[ আরো আরোগ্য বিবরনী দেখতে নিচে ক্লিক করুন]


logo

চিকিৎসক
মো. আব্দুস সাত্তার হোমিওপ্যাথ, +8801729117347

"সর্বস্বত সংরক্ষিত© ২০২৩ এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার; ব্লগঃ ডিজাইনে SIAAM