অনিয়মিত ঋতুস্রাব এর চিকিৎসায় হোমিওপ্যাথি
SM ID- 2587 (MV-3; CH-v-2) নামঃ চৈ.... সরকার, বয়সঃ ১৮ বৎসর, স্বামীঃ শ্রী .....শ সরকার , ঠিকানাঃ দশকিয়া, কালিহাতী, টাংগাাইল, রোগীলিপি তারিখঃ ২৭-১০-২০১৮ ইং
প্রধান সমস্যাঃ
২. শারীরিক দুর্বলতা।
৩. মুখে ঘাঁ হয়।
অতীত রোগ ও চিকিৎসার ইতিহাসঃ সাদা স্রাব ছিল। বসন্ত (হাম) উঠেছিল।
মানসিক অবস্থাঃ রাগী।
খাদ্য প্রিয়তাঃ লবন, ঝাল, গরম খাদ্য।
খাদ্য অপ্রিয়তাঃ মিষ্টি।
পিপাসাঃ কম।
আবহাওয়া কাতরতাঃ শীতকাতর।
চর্মঃ ঘাম কম।
ঘুমঃ ভালো, সারাদিনে কাজ কর্ম নিয়ে ঘুমের মাঝে কথা বলে। ঘুমের মধ্য শরীর ঝাকি দিয়ে উঠে।
স্বপ্নঃ উপর থেকে পড়ে যেতে দেখে।
প্রস্রাবঃ জ্বালা আছে, বিয়ের পর হতেই শুরু।
মলঃ শক্ত, দিনে ১ থেকে ২ বার হয়।
রোগীলিপি পর্যালোচনা করে তাকে ১৫ দিনের জন্য ডোজ হিসেবে Alumina 2c, and Antim Crud 2c সেবন করতে দেয়া হয়। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সুস্থ।