বুকে দীর্ঘদিন ঠাণ্ডা ও অর্শ চিকিৎসায় হোমিওপ্যাথি
আইডি নং- ২৫৭৮,
নামঃ শ্রী দি... সুত্রধর, বয়সঃ ৪৫ বছর, পিতাঃ শ্রী বা.... সুত্রধর, গ্রামঃ বাইনাফৈর, থানাঃ কালিহাতি, জেলাঃ টাঙ্গাইল।
বিগত ২৩/১০/২০১৮ ইং তারিখে চিকিৎসার জন্য আমাদের এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার, পটল বাজারে আসেন। নিম্নে তার রোগীলিপি ও চিকিৎসার বিবরণী দেওয়া হলোঃ
প্রধান সমস্যাঃ
অতীত রোগ ও চিকিৎসার ইতিহাসঃ ৩০ বছর আগে চর্ম রোগ (খুজলি, কোঁচ দাদ) ছিল, চর্মে আঁচিল ছিল ১০ বছর পূর্বে , Alopethic ঔষধ ও চুন- সোডা দিয়া সারানো হয়।
বংশগত রোগ ইতিহাসঃ বাবার হাপানী ও অর্শ, আছে।
মানসিক অবস্থাঃ রাগী স্বভাব, রাগ সান্তনায় বাড়ে, আতঙ্কগ্রস্থ মন, কাজে মন বসে না। একাকী থাকতে ভালোবাসে, ঝগড়া দেখতে পারে না, বুক ধরফর করে, হাটু কাঁপে।
খাদ্যাভ্যাসঃ গরম খাবার প্রিয়।
পিপাসাঃ স্বাভাবিক।
আবহাওয়ার কাতরতাঃ গরম কাতর।
হাত-পা : পায়ের তলায় ঘাম হয়, ঘাম দুর্গন্ধ যুক্ত ।
চর্মঃ ঘাম প্রচুর, ঘাম দুর্গন্ধ যুক্ত ।
প্রস্রাব ঃ ৫ বছর যাবত প্রস্রাবে জ্বালা ও দুর্গন্ধ, প্রস্রাব গরম মনে হয়।
মলঃ অপরিস্কার, দিনে ২ বার হয়, সকালে ঘুম হতে উঠার পর ও রাতে।
পুং জননেন্দ্রিয়ঃ প্রস্রাবের রাস্তার পাশে ছোট ছিদ্র আছে, পুঁজ আসে।
ঘুমঃ প্রচুর, স্বপ্নঃ প্রচুর স্বপ্ন দেখে কিন্তু মনে থাকে না ।
তার রোগ বিবরণী পর্যালোচনা করে ২৩/১০/২০১৮ ইং তারিখে Benzoic Acid 1M সেবন করতে দেওয়া হয়, পরবর্তীতে ১৫ দিন পর তাকে দেখা করতে বলি, তিনি এসে বলেন যে প্রস্রাবের জ্বালা কমেছে, তারপর তাকে Ruta 1m পরিবর্তনশীল প্রথায় সেবন করতে বলে ১ মাস পর দেখা করতে বলি, ১ মাস পর দেখা যায় তাঁর বাহুর টিউমার আগের তুলনায় ছোট হয়ে গেছে, কিন্তু স্বপ্নে তাঁর দাদা দেখা দিয়েছে, আর আঁচিল ছিল, সেজন্য Thuja oc- M/2 থেকে M/5 , সেবন করেন, এবং Naja T 200, দেওয়ার পর তাঁর লোক সমাগমে ভয়, ঝগড়া দেখে হাটু কাঁপা বন্ধ হয়ে যায়, তিনি এরপর বলেন যে এলকোহলের নেশা আছে, ত্যাগ করতে চান, তখন তাকে Caladium Seg 1m, ও 10M পর্যায় ক্রমে দিলে সে নেশা কেটে যায়, আগে মদ কিনে খেত এখন কেউ ফ্রী দিলেও খেতে চায় না, পরবর্তীতে Tuberculinum Bovi M/2 থেকে ১৬/০৫/২০১৯ ইং তারিখে Tuberculinum Bovi M/4 দেওয়ার পর তার অর্শ দূর হয়ে যায়, বর্তমানে তিনি সুস্থ আছেন।
এটা আল্লাহ তা’লার অপার মেহেরবাণী যে, মহান রাব্বুল আ’লামীন উনাকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আরোগ্য দান করেছেন। উনি অনেক বছর যাবত চিকিৎসা
করে চলেছেন, শুধু কমে কিন্তু আরোগ্য লাভ হয় নি। হোমিও চিকিৎসায় আরোগ্য লাভ মহান আল্লাহর একান্ত মেহেরবাণী। আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।