আঁচিলের চিকিৎসায় হোমিওপ্যাথি -১
আই ডি নং- ৩৩৬৩,......, বয়স ৬, ডান হাতে শক্ত আঁচিল প্রায় ২ বছর যাবত। অনেক চিকিৎসার পরও ধীরে ধীরে বড় হচ্ছিল। গত ২৭/১০/২০১৯ ইং আমাদের কাছে চিকিৎসার জন্য আসে। বংশগত ও মানসিক লক্ষ্মণ বিশ্লেষণ করে Thuja 1m ও প্লাসিবো দিয়ে ১৫ দিন পর দেখা করতে বলি। কিন্তু সে আর আসেনি, ১ মাস পর তার নানী এসে বলছেন যে আঁচিল হাত থেকে খসে পড়ে গেছে। এত দ্রুত সুফল পাওয়ায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।
shareআঁচিলের চিকিৎসায় হোমিওপ্যাথি -২
আইডি নং ৩৩৬১, শ্রী ......।।সুত্রধর, পিতা- ......।।সুত্রধর ; ঠিকানা - গ্রামঃ গালা, থানা- সদর, জেলা - টাংগাইল।
গত ২৬/১০/১৯ ইং তারিখে চিকিৎসার জন্য আমাদের এস এম হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার এ আসেন।
তার রোগ বিবরণী
১. পায়খানার রাস্তায় অর্শ, প্রায় ১ বৎসর যাবত। রস ঝরে, চুল্কায়, ঠান্ডা পানিতে চুল্কানি বাড়ে।
২. প্রস্রাব ২ ভাগ হয়ে পড়ে। গরম, ৩ দিন যাবত জ্বালা পোড়া করে।
ঠান্ডা লাগলে শ্বাস কষ্ট বাড়ে।
পায়ের তলায় বয়ড়া আছে।
কাজ করার সময় হাতের তলা ঘামে।
অর্শের জন্য বিভিন্ন সময়ে এলোপ্যাথি, কবিরাজি, হোমিওপ্যাথি ঔষধ সেবন করেছেন, কিন্তু রস ঝরা থামেনি।
অতীত রোগ বিবরণী-
জ্বর সর্দি লেগেই থাকে, ছোট সময় পেটের রোগে ভুগেছেন, এলার্জি ছিলো, এলোপ্যাথি Cotrime জাতীয় ঔষধ সেবনে এলার্জি বাড়ত।
বংশগত রোগ- বড় কাকার যক্ষা ছিলো, অন্য ২ কাকার অর্শ আছে। পিতাকে ঘুমের মধ্যে বোবায় ধরত।
মানসিক লক্ষ্মণ - হঠাৎ করে রাগ উঠে। অন্ধকার , ভুত, কুকুর, গরু দেখে ভয় পায়।
খাবার - লবন, গুড়া ( ছোট) মাছ, খাসির মাংস প্রিয়। রুটি অসহ্য, খেলে কষা মল বের হয়, দুধ অপ্রিয়, মিষ্টি কম প্রিয়।
পাকস্থলী- পেটে গ্যাস আছে।
অংগ- প্রত্যংগঃ কাজ করার সময় হাত ঘামে। পায়ের তলায় কড়া আছে, বা পায়ে ৩ টি, ডান পায়ে ১ টি।
মাথাঃ মাথা ব্যাথা কপাল হতে শুরু হয়ে কানের পিঠ দিয়ে ঘাড় পর্যন্ত নামে। ব্যাথা যে কোন সময় শুরু হয়।
ঘুম- ভালো। স্বপ্ন - মৃত মানুষ, Accident, মেয়ে মানুষ দেখে।
মলঃ কষা, মাঝে মাঝে পায়খানা করতে বসলে বেগ চলে যায়।
আরও অন্যান্য লক্ষন জেনে নিয়ে ওইদিন আমি অর্শ না ধরে ছবি নিয়ে দেখি এটা রস শ্রাবি আঁঁচিল, এবং তাকে Thuja M/2 ও প্লাসিবো দিয়ে দিই, (ছবি সংরক্ষিত) । পরে তিনি নির্ধারিত সময়ে না এসে গত ২৫/১১/২০১৯ তারিখে আসলে দেখি যে রস ঝরা বন্ধ হয়ে গিয়েছে। কোন আঁচিল নেই। পরবর্তীতে Thuja M/3 দেয়ার পর জানতে পেরেছি তার আঁচিল আর দেখা যায় নি, অন্যান্য লক্ষ্মণ অনেকটা দুর হয়েছে।
এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার অপার মেহেরবানী যে রোগির প্রায় ২ বৎসর রোগ যাতনার কষ্ট এত দ্রুত সুস্থ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের উপর তাঁর রহমত অব্যাহত রাখুন এই প্রার্থনা করি সব সময়।